ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন (৪৫) নিহত হয়েছেন।
রোববার (২৫ মে) দিবাগত রাতে গুদারাঘাটের ৪ নম্বর গলিতে এ হত্যাকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কামরুল আহসান সাধন সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে একটি চায়ের দোকানে বসে ছিলেন। তার সঙ্গে বিএনপি নেতা কাইয়ুমের ভাগিনাসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। এ সময় মুখোশ পরা দুই যুবক হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে সাধন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
সাথে সাথে তাকে রক্তাক্ত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর গুলশান ও বাড্ডা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “রাতে মধ্য বাড্ডায় কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করা হয়েছে। কারা এ ঘটনায় জড়িত তা এখনও নিশ্চিত নয়। আমরা তদন্ত করছি এবং ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।