1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৭২, মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৪ হাজার

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত) আরও ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭৮ জন। ফলে চলমান হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা ৫৪ হাজার ৩২১ জনে পৌঁছেছে।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে রয়েছেন, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গত দেড় বছরে এসব হামলায় মোট আহত হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৭৭০ জন ফিলিস্তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার বিমান হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৯৮৬ জন নিহত এবং ১১ হাজার ৪৫১ জন আহত হয়েছেন।

গাজায় চলমান হামলার মধ্যেই চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে ইসরায়েল।

জাতিসংঘের মতে, এই হামলার ফলে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং উপত্যকার অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট