1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ন

মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে রাস্তা ভেঙে জনদুর্ভোগ

পলাশ, বাগেরহাট প্রতিনধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫

ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ভরাঘাটা এলাকায় প্রবল জোয়ারের স্রোতে দেড় কিলোমিটার কার্পেটিং ও ইটসোলিং রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুই গ্রামের প্রায় ১৫শ’ পরিবারের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী স্থানীয় স্কুল-মাদ্রাসায় যাতায়াত করে। এছাড়া মসজিদ ও উপজেলা শহরে যাতায়াতেও সমস্যায় পড়ছেন এলাকাবাসী। ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে মোটরসাইকেল, ইজিবাইক ও অন্যান্য যানবাহন।

স্থানীয়রা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর পরিমাণ নির্ধারণে সরেজমিনে কাজ চলছে এবং আপাতত সাময়িক সংস্কারের মাধ্যমে চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট