1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশে ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণার ভুয়া খবর নিয়ে সেনাবাহিনীর কড়া প্রতিবাদ

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম Northeast News যে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করেছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, Northeast News-এ প্রকাশিত “Bangladesh to declare Cox’s Bazar to Bandarban area as a Military Operations Zone” শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, কল্পনাপ্রসূত এবং বিদ্বেষমূলক অপপ্রচারের অংশ।

সেনাবাহিনী জানায়, প্রতিবেদনে সেনাবাহিনীকে সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সমর্থক হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে, যা একেবারেই মিথ্যা এবং গভীর ষড়যন্ত্রের অংশ। এতে জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই উদ্দেশ্য।

ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সংবিধান রক্ষায় কাজ করে যাচ্ছে এবং জাতীয় স্বার্থে কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না।

সেনাবাহিনী এই ধরনের প্রতিবেদনকে ‘সাংবাদিকতা নয়, বরং পরিকল্পিত কুৎসা রচনা’ বলে উল্লেখ করে জানায়, বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় সেনাবাহিনী দৃঢ় অঙ্গীকারে অটল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট