৩ জুন বিশ্ব বাইসাইকেল দিবস। ২০১৮ সাল থেকে জাতিসংঘ এই দিবসটি উদযাপন করে আসছে। এ বছরের প্রতিপাদ্য: “কম জায়গা, শূন্য দূষণ – বাইসাইকেল আধুনিক বাহন”।
দিবসটি উপলক্ষ্যে ১ জুন ২০২৫, ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ আয়োজনে, এবং উত্তরা সাইকেল কমিউনিটি, ফিমেইল সাইকেলার্স অফ বাংলাদেশ, ও সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ এর সহ-আয়োজনে একটি বর্ণাঢ্য বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে শতাধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। র্যালিটি আবাহনী খেলার মাঠ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ ও খামারবাড়ি হয়ে পুনরায় আবাহনী মাঠে এসে শেষ হয়।
র্যালি শেষে আয়োজকরা একটি অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা আয়োজন করেন, যেখানে অংশগ্রহণকারীরা শহরে সাইকেলবান্ধব অবকাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং পরিবেশবান্ধব নগর গড়ার আহ্বান জানান।