ঈদুল আজহার ছুটিকে ঘিরে আপনজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার (৫ জুন) সকালে কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়।
প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীতে পরিপূর্ণতা। ট্রেনের ভেতর জায়গা না পেয়ে অনেকে উঠে পড়েছেন ছাদে, কেউ কেউ ঝুলছেন দরজার পাশে। যাত্রীদের অভিযোগ, অনলাইন এবং স্ট্যান্ডিং টিকিটের নামে সিটসংখ্যার চেয়ে অনেক বেশি টিকিট বিক্রি করা হয়েছে, যার ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।
তবে যাত্রীচাপ অনেক বেশি হলেও এখন পর্যন্ত ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছাড়ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।
যাত্রীরা বলছেন, অতিরিক্ত ভিড় এবং কিছুটা বিড়ম্বনা সত্ত্বেও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে এসব কষ্ট স্বীকার করতেও তারা প্রস্তুত।