1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

নলছিটির গৌড়িপাশা সড়কে দুর্ভোগের চিত্র, ঠিকাদার লাপাত্তা

মোঃ মুজাহিদুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

নলছিটি পৌরসভার অন্তর্গত শংকরপাশা পুলেরহাট থেকে দক্ষিণ গৌড়িপাশা পর্যন্ত সড়ক যেন এক ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে কাজ অসমাপ্ত রেখে উধাও হয়ে গেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আকতার হোসেন, ফলে রাস্তাটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ৬০০ মিটার রাস্তার সংস্কারের জন্য সরকারিভাবে ১৫ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও তা উত্তোলন করা হয়েছে আগেই। কিন্তু রাস্তার কাজ শেষ না করেই সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। এমনকি রাস্তায় পূর্বে বিছানো ইটও তুলে নিয়ে যাওয়া হয়েছে, ফলে বর্তমানে রাস্তাটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। বিশেষ করে কোরবানির ঈদের সময় সামনে থাকায় এই দুরবস্থার কারণে এলাকাবাসীর দুশ্চিন্তা আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কার না হওয়ায় স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও শ্রমজীবী মানুষের জীবন যেন দুর্বিষহ হয়ে উঠেছে।

স্থানীয়রা জানিয়েছেন, কোরবানির ঈদের পরেও যদি এই সড়কের সংস্কার কাজ শুরু না হয়, তাহলে তাঁরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও দুর্নীতির বিরুদ্ধে যথাযথ তদন্ত? এখন সময়ের দাবি। এলাকার সাধারণ মানুষ একটাই প্রশ্ন করছেন:এই দুর্ভোগ থেকে মুক্তি কবে?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট