পবিত্র ঈদুল আজহা-কে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে গাবতলী গরুর হাট পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “ঈদ উপলক্ষে মানুষ বাড়ি যাচ্ছে, কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থেকে যাচ্ছেন। তারা কিন্তু বাড়ি যাচ্ছে না। আমাদের সব বাহিনী সজাগ ও সক্রিয় আছে। নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।”
তিনি জানান, বাজারে ঘুরে দেখা গেছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তা তার কাছে সন্তোষজনক মনে হয়েছে। একইসঙ্গে কল্যাণপুর থেকে গাবতলী পর্যন্ত সড়কে যানজট নিরসনে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
গরুর হাট নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গতবারের তুলনায় এবার গরুর দাম কিছুটা কম, আমার মনে হয়। বাজারে পর্যাপ্ত গরু রয়েছে। যারা গরু কিনতে আগ্রহী, তাদের জন্য এটি স্বস্তির খবর। যে কেউ যে কোনো সময় নিরাপদে গরু কিনে নিয়ে যেতে পারবেন।”
তিনি আরও বলেন, “আগে তো দুর্নীতির টাকায় পকেট ভরা ছিল। এখন আর সেই দুর্নীতির টাকা নেই। এজন্য বড় গরু কিনতে পারছেন না অনেকে। যাদের কাছে কালো টাকা ছিল, তারাই তো বড় গরু কিনতেন। তবে সৎ পথে যারা আয় করেন, তাদের মধ্যেও অনেকেই আছেন যারা বড় গরু কিনবেন। তবে এবার ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি।”