1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা সম্ভব নয়, যাত্রীচাপে হিমশিম—আইজিপি

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে গতবারের মতো এবারের ঈদযাত্রা পুরোপুরি নির্বিঘ্ন রাখা সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার (৫ জুন) গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, “ঈদের আগে ছুটি কম থাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ফলে সর্বোচ্চ চেষ্টা স্বত্বেও যানবাহনের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।”

তিনি জানান, যাত্রা স্বস্তিদায়ক করতে সড়ক-মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

সড়কে যানজটের বিষয়ে আইজিপি বলেন, “গাড়ি মাঝপথে থামিয়ে যাত্রী ওঠানোর কারণে জটলার সৃষ্টি হচ্ছে। যাত্রীদের এ বিষয়ে বুঝিয়ে বলা হচ্ছে যেন তারা সড়কের মাঝখানে গাড়িতে না ওঠেন। এ ক্ষেত্রে বল প্রয়োগ করা অমানবিক হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট