1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

টেকনাফ সীমান্ত দিয়ে ২২ রোহিঙ্গার অনুপ্রবেশ, ১৪ জন আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে মিয়ানমার থেকে ২২ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। বৃহস্পতিবার বিকেলে টেকনাফ বাসস্টেশন সংলগ্ন একটি মার্কেট এলাকা থেকে ১৪ জনকে আটক করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।

আটকদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও ১০ জন শিশু রয়েছে। তাঁরা সবাই রাখাইন রাজ্যের বুচিডং এলাকার লম্বাবিল গ্রামের মোহাম্মদ আমিন ও মোস্তফা কামালের পরিবারের সদস্য।

তাঁদের সঙ্গে নৌকায় আরও ৮ জন ছিলেন, যারা শফিউল্লাহ পরিবারের সদস্য এবং নেমেই অন্যত্র চলে যান। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিজিবি ১৪ জনকে আটক করে।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, আটক রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট