ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হতে উত্তরবঙ্গমুখী মানুষের ঢল নেমেছে। টাঙ্গাইলে যমুনা সেতু দিয়ে ১৮ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ১২ হাজার ৫২৫টি মোটরসাইকেল পারাপার হয়েছে।
সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার (৪ জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত যমুনা সেতু পার হয়েছে মোট ৪৯ হাজার ৫৫৭টি যানবাহন। এই সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ২২ লাখ ৮৮ হাজার ৫৫০ টাকা। এর আগের ২৪ ঘণ্টায় মোটরসাইকেল পার হয়েছিল ১০ হাজার ৬৫৬টি।
গণপরিবহন সংকটের কারণে অনেক মানুষ পরিবারসহ ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে রাতেও বাড়ি ফিরছেন। মহাসড়কে ছোট ছোট যানবাহনের চাপও ছিল অনেক বেশি।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ মিয়া বলেন, “মহাসড়কে এখনও প্রচণ্ড যানজট রয়েছে। বাম্পার টু বাম্পার গাড়ি চলছে। স্বাভাবিক হতে আরও সময় লাগবে।”