মালয়েশিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ও একটি মিনিভ্যানের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলোর বরাতে এ তথ্য জানা গেছে।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (৯ জুন) ভোররাতে, থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন মারা যান।
পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের সময় বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
কর্তৃপক্ষ আরও জানায়, কিছু যাত্রী নিজেরাই বাস থেকে বের হয়ে আসতে সক্ষম হন, কেউ কেউ ছিটকে পড়েন, এবং অনেকে বাসের ভেতরে আটকে পড়েন। উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীরা জানান, বাসের ভেতরে আটকে পড়া কয়েকজন যাত্রীকে বের করতে হাইড্রোলিক কাটারের ব্যবহার করতে হয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অত্যন্ত উচ্চ। দেশটির শীর্ষস্থানীয় দৈনিক দ্য স্টার এক প্রতিবেদনে জানিয়েছিল, মালয়েশিয়ার ব্যস্ত সড়কগুলোতে গড়ে প্রতি দুই ঘণ্টায় একজন মানুষের মৃত্যু ঘটে।