ঈদের আনন্দ থেকেও বঞ্চিত গাজার মুসলিমরা। একদিনের জন্যও থামেনি আগ্রাসনকারী ইসরায়েলি বাহিনীর হামলা। রোববার (৮ জুন) দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে গাজা উপত্যকায় অন্তত ১০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ৪০০ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮৮০ জনে, আর আহতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২২৭ জনে পৌঁছেছে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও তা উপেক্ষা করে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত থাকবে।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় দুই মাসের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেওয়া হয়েছে। ইসরায়েল প্রস্তাবনায় সম্মতি জানালেও, হামাস এখনো এতে আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি।