1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

ভারতফেরত যাত্রীদের জন্য শাহজালাল বিমানবন্দরে বাড়তি করোনা সতর্কতা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫

ভারতে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতফেরত যাত্রীদের জন্য বাড়তি সতর্কতা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। ২ জুন থেকে চেন্নাই, কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ ও মুম্বাই থেকে আগত যাত্রীদের থার্মাল স্ক্যানিং শুরু হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, স্ক্রিনিংয়ের পাশাপাশি মাস্ক ও পিপিই সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সর্তকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সচেতনতামূলক প্রচারও চালানো হচ্ছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৬ হাজার ৪৯১ জন। কেরালা, গুজরাট, পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক ও মহারাষ্ট্রে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। শ্বাসকষ্ট ও ইনফ্লুয়েঞ্জার উপসর্গ রয়েছে—এমন ব্যক্তিদের রাখা হচ্ছে বিশেষ নজরদারিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট