পাঁচ দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে সফরসঙ্গীরাও রয়েছেন।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, সফর শেষে তিনি আগামী ১৪ জুন দেশে ফিরবেন।
এর আগে, গত ৪ জুন এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সফরসূচি তুলে ধরেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক।
তিনি জানান, যুক্তরাজ্যে অবস্থানকালে প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজনৈতিক নেতা ও নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
দ্বিপক্ষীয় বৈঠকের বাইরে, আগামী ১১ জুন লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত একটি বিশেষ আলোচনায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বাংলাদেশের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।