1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষানবিশ নারী পাইলটসহ ৩ জন নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক শিক্ষানবিশ নারী পাইলটসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় থাকা আরও দুইজন পাইলট সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছেন।

জানা গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর বিমানটি নিখোঁজ হয় এবং পরবর্তীতে কোয়াজুলু-নাটালের মুই নদীর কাছে বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন যাত্রীসহ মোট তিনজন প্রাণ হারান। নিহতদের মধ্যে এনকোবিলে বিয়েলা নামে এক শিক্ষানবিশ তরুণী পাইলট ছিলেন।

এ ঘটনার পর দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিসের (এসএপিএস) দুর্ঘটনা ও ঘটনা তদন্ত বিভাগ (এআইআইডি) এবং দক্ষিণ আফ্রিকান সিভিল এভিয়েশন অথরিটি যৌথভাবে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

কোয়াজুলু-নাটাল প্রদেশের পরিবহণ ও মানব বসতি বিষয়ক মন্ত্রী (এমইসি) সিবোনিসো ডুমা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট