1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

ইউনূস-তারেক বৈঠক হতে পারে রাজনীতির টার্নিং পয়েন্ট: মির্জা ফখরুল

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠককে বাংলাদেশের রাজনীতির সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হবে আগামী ১৩ জুন, লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত।”

তিনি জানান, স্থায়ী কমিটির পক্ষ থেকে এই সাক্ষাৎকে স্বাগত জানানো হয়েছে এবং এটিকে রাজনৈতিক সংকট নিরসনের সম্ভাব্য সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, “সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি বড় ঘটনা হতে যাচ্ছে। যদি সবকিছু সঠিকভাবে এগোয়, তাহলে নিঃসন্দেহে এটি বাংলাদেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট