জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও শিবিরের সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে “আওয়ামী স্টাইলে” নির্বাচন করার প্রবণতা তৈরি হবে, যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।
মঙ্গলবার (১০ জুন) টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে জামায়াত আয়োজিত এক প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ কারো পারিবারিক সম্পত্তি নয়, এই দেশের ভাগ্য নির্ধারণ করবে জনগণ। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনা করবে।
রফিকুল ইসলাম খান আরও বলেন, “আমরা রাজার মতো শাসক হতে চাই না, সেবক হতে চাই। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি ইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে চাই। শেখ হাসিনার সরকার যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিচার করেছে, সেই ট্রাইব্যুনালেই একদিন শেখ হাসিনার বিচার হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ। বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার, নাটোর জেলা আমির ড. মীর নূরুল ইসলাম এবং ড. আহসান হাবীব ইমরোজ। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, ডা. রুহুল আমিন, হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।