1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

ঢাবির শিক্ষার্থী শাকিল আহমেদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ (২৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের ও স্থানীয়দের দাবি, নবী হজরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রীদের নিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক বিতর্কিত মন্তব্যের কারণে সম্প্রতি তার ওপর সামাজিক চাপ ও হুমকি বেড়ে যাওয়ায় হতাশ হয়ে এই পথ বেছে নেন।

মঙ্গলবার (১০ জুন) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শাকিল জামশা ইউনিয়নের বাসিন্দা নাসিরুদ্দিন আহমেদের ছেলে।

স্থানীয় ও পরিবারের ভাষ্য অনুযায়ী, আট মাস আগে শাকিল ধর্মীয় বিষয়ে ফেসবুকে বিতর্কিত একটি মন্তব্য করেন যা পরে মুছে ফেললেও সম্প্রতি সেটি নতুন করে ভাইরাল হয়। এতে এলাকায় তার বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়। সোমবার রাতে বিভিন্ন স্থান থেকে লোকজন এসে শাকিল ও তার পরিবারকে হুমকি দেয়। ওই রাতেই তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মৃত্যুর আগে শাকিল ফেসবুকে একাধিক পোস্টে জানিয়েছেন, তিনি নাস্তিক নন এবং নবী বা ইসলামের বিরুদ্ধে কিছু বলেননি। তার একটি পোস্টে লেখা ছিল, “আমি অনেক পাপ করেছি, আজ আর একটা শেষ পাপের জন্য প্রস্তুত হচ্ছি… আত্মহত্যা মহাপাপ আমি জানি।”

সিংগাইর থানার ওসি তৌফিক আজম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট