1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

যশোরে যুবককে কুপিয়ে হত্যা, চার ঘণ্টার মধ্যে চারজন গ্রেপ্তার

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫

যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে লিটন হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চার ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়। সে সময় তিনি একটি চায়ের দোকানে বসে ছিলেন। হামলায় সেলিম, রমজান ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাতেই নিহতের পিতা আজগার আলী বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। মাত্র চার ঘণ্টার মধ্যেই পুলিশ এজাহারভুক্ত দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—আজগার আলী (৩২), শমসের আলী (৪৫), সামসুল হক (৫২) এবং আব্দুল হক মিয়া (৫৫)।

শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

নিহতের পরিবার জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা আ. মমিন, সেলিম ও রমজানের সঙ্গে লিটনের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ছিল। এর জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন লিটনের পিতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট