চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। চলতি জুন মাসের শেষের দিকে সফরটি অনুষ্ঠিত হবে।
বুধবার (১১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, “চলতি মাসের শেষেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। এই সফর হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে।”
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসে। এই পটপরিবর্তনের পর চীন বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ শুরু করে।
এরই ধারাবাহিকতায় চীনের সরকার ইতোমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দলের প্রতিনিধিদের চীন সফরে আমন্ত্রণ জানিয়েছে এবং সফরও করিয়েছে।