খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামে বিকাশ ব্যবসায়ী মো. বনি আমিনকে গুলি করে ৮০ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ জুন) রাতে রূপসা ডিগ্রি কলেজের পাশে তার দোকানের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় বনি আমিন বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করার সময় হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম পায়ের হাঁটুর ওপর মাংসপেশীতে লাগে।
ঘটনার পর দুর্বৃত্তরা ক্যাশবক্সে থাকা প্রায় ৮০ হাজার টাকা ও কিছু মোবাইল মিনিট কার্ড লুট করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে এখনও কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে আটকও করা যায়নি। তদন্ত চলছে।