ইরানের রাজধানী তেহরানে মোসাদের আরও দুই এজেন্টকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার (১৫ জুন) ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পুলিশ জানিয়েছে, পৃথক দুটি অভিযানে এসব এজেন্টদের আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক, ড্রোনের যন্ত্রাংশ এবং সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, যা ইরানে ইসরায়েলি নাশকতা চেষ্টার শঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে।
ইরানি পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মাহদি জানান, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য বলে দাবি করেন তিনি। তাদের কাছ থেকে ২০০ কেজির বেশি বিস্ফোরক, ড্রোনের ২৩টি যন্ত্রাংশ, একটি লঞ্চার, সামরিক সরঞ্জাম এবং একটি নিশান পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে।
এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই, রোববার ভোরে তেহরান সংলগ্ন আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টি থেকেও আরও দুই মোসাদ এজেন্টকে আটক করা হয়। ধারাবাহিক এসব গ্রেফতার দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উদ্বেগে ফেলেছে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার ইসরায়েল কোনো উসকানি ছাড়াই ইরানের ভেতরে হঠাৎ হামলা শুরু করে। লক্ষ্যবস্তু ছিল পারমাণবিক স্থাপনা ও আবাসিক ভবন। এই হামলার পর থেকেই ইরানের অভ্যন্তরে ইসরায়েলি এজেন্টদের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্রেফতার হওয়া এজেন্টরা ড্রোনের মাধ্যমে বিস্ফোরণের পরিকল্পনায় জড়িত ছিল।
সাম্প্রতিক এসব ঘটনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং ইরানর অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।