বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিবদের ভূমিকা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে অতীতের নির্বাচন সংক্রান্ত আলোচনার পরপরই কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলেন।
প্রধান উপদেষ্টা বৈঠকে তার সাম্প্রতিক লন্ডন সফরের অভিজ্ঞতা তুলে ধরে জানান, সেখানে প্রবাসী বাংলাদেশিরা আগামী নির্বাচনে ভোটাধিকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “বাংলাদেশি শিক্ষার্থীরা, পেশাজীবীরা এবং সাধারণ মানুষ সকলেই নির্বাচন ও সংস্কার নিয়ে আগ্রহ দেখিয়েছেন। যেখানেই গেছি, সবাই জানতে চেয়েছে—আমরা কি ভোট দিতে পারব?”
তিনি আরও বলেন, “প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটসহ অন্যান্য বিকল্প প্রক্রিয়া বিবেচনায় নিতে হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করতে হবে।”
বৈঠকে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, “সব রাজনৈতিক পক্ষ একমত যে, অতীতের তিনটি বিতর্কিত নির্বাচনের আয়োজনকারীদের ভূমিকা তদন্ত এবং জবাবদিহির আওতায় আনতে হবে।”