মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়ে দিয়েছেন, যুদ্ধ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) খামেনি লেখেন, “মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।”
বিশ্লেষকদের মতে, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির সরাসরি জবাব।
‘হায়দার’ নামটি ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ইমাম আলী (রা.)-এর আরেক নাম। শিয়া মুসলিমরা তাকে প্রথম ইমাম হিসেবে মানেন এবং এই নাম ব্যবহার ইরানের প্রতিরোধ মনোভাবকে বোঝায়।
এর আগে একাধিক এক্স পোস্টে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে হুমকি দিয়ে বলেন, “আমরা জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি খুব সহজ লক্ষ্য। চাইলে এখনই তাকে বের করে আনা সম্ভব, কিন্তু এই মুহূর্তে আমরা সেটা করবো না।”
তিনি আরও বলেন, “আমরা কোনো বেসামরিক নাগরিক বা মার্কিন সেনার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চাই না। তবে আমাদের ধৈর্য দিন দিন কমছে।”
একই দিনে আরও দুটি পোস্টে ট্রাম্প দাবি করেন, “ইরানের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে।” এবং “Unconditional surrender!” (নিঃশর্ত আত্মসমর্পণ!)
এসব হুমকির জবাবে আয়াতুল্লাহ খামেনি আবারও ঘোষণা দেন, ইরান ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেবে। এক্সে ইংরেজি ভাষায় দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে কঠিন জবাব দিতে হবে। জায়নবাদীদের কোনো দয়া দেখানো হবে না।”
আন্তর্জাতিক অঙ্গনে এই পাল্টাপাল্টি বার্তায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে।
সূত্র: আলজাজিরা