টানা একাদশ দফা হামলায় ইরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অচল করে দিয়েছে ইরান। অত্যাধুনিক ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির দাবি, এই হামলা শুধু ইসরায়েলের বিরুদ্ধেই নয়, বরং তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রতিও একটি কঠোর বার্তা।
বুধবার ভোরে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, উন্নত প্রথম প্রজন্মের ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, “এই হামলা ইরানের শক্তির বার্তা পাঠিয়েছে তেল আবিবের যুদ্ধোন্মাদ, বিভ্রমগ্রস্ত মিত্র যুক্তরাষ্ট্রের কাছে।”
বিবৃতিতে আরও দাবি করা হয়, “আমরা এখন দখলকৃত ভূখণ্ডের আকাশপথে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। সেই অঞ্চলের সাধারণ মানুষ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে এখন সম্পূর্ণ অসহায়।”
হামলার কয়েক ঘণ্টা আগেই ইরান একাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ফিলিস্তিনি দখলকৃত এলাকায় মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি ভূমিতে আঘাত করছে, আর ইসরায়েলের ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়ে উল্টো তেল আবিবের ওপরই গোলাবর্ষণ করছে, যার ফলে শহরের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় আতঙ্কিত ও হতভম্ব ইসরায়েলিদের ভিডিও, যাদের অনেককে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে হেঁটে বেরিয়ে আসতে দেখা যায়।