1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

ইরানে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ, দূতাবাস প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫

ইরান-ইসরায়েল যুদ্ধ ষষ্ঠ দিনে পৌঁছেছে এবং পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থায় তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

সূত্র মতে, যুদ্ধ পরিস্থিতির কারণে সোমবার (১৬ জুন) রাতেই বাংলাদেশ রাষ্ট্রদূত তেহরান ছেড়ে নিরাপদ এলাকায় আশ্রয় নেন। এখন সেখানেই বা আশপাশের এলাকায় অন্যান্য বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “যারা আগ্রহ প্রকাশ করছেন, তাদের নিরাপদে সরিয়ে নিতে দূতাবাস কাজ করছে। তবে এখন পর্যন্ত কতজন এই উদ্যোগে সাড়া দিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।”

তিনি আরও বলেন, ইন্টারনেট সংযোগ দুর্বল থাকায় রাষ্ট্রদূত ও দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে স্থানীয় পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে দূতাবাসকে।

পরিস্থিতি আরও খারাপ হলে বিকল্প পরিকল্পনা হিসেবে সীমান্তবর্তী তুরস্ক, পাকিস্তান বা আজারবাইজানে বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “যদি কারও ওইসব দেশে যাওয়া সম্ভব হয়, তাহলে ভিসা, যাতায়াত, অর্থসহ সব ধরনের লজিস্টিক সহায়তা দেওয়া হবে।”

এছাড়া, দূতাবাসকে বাড়তি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং যেকোনো সংকটময় মুহূর্তে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দূতাবাস পুরোপুরি প্রস্তুত আছে।

বিশ্লেষকরা বাংলাদেশ দূতাবাসের এই পদক্ষেপকে সময়োপযোগী ও অত্যন্ত জরুরি উদ্যোগ হিসেবে দেখছেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের অগ্রাধিকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট