1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

ইরানের হামলায় ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ইরানের হামলায় ইসরায়েল মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বলে অবশেষে স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (১৮ জুন) দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে আনাদোলু এজেন্সিতে প্রকাশিত এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, “ইরানের হামলায় ইসরায়েল ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা মর্মান্তিক ক্ষতি ভোগ করছি।”

প্রতিদিনের ভিডিও বিবৃতিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “গত রাতসহ আমরা ক্রমাগত যোগাযোগে আছি। আমাদের মধ্যে খুব উষ্ণ আলাপ হয়েছে।”

তবে তিনি দাবি করেন, “আমরা দেখছি যে দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট শক্তিশালী, জনগণ অটল এবং ইসরায়েল আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।”

গাজায় হামলার বিষয়ে নেতানিয়াহু বলেন, “আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না সবাইকে ঘরে ফিরিয়ে আনা যায় এবং হামাস পুরোপুরি পরাজিত হয়।”

উল্লেখ্য, ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন এবং শত শত মানুষ আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট