1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

ইরান-ইসরায়েল উত্তেজনা: যুক্তরাষ্ট্রের তিনটি রণতরী মধ্যপ্রাচ্যের দিকে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ইরান-ইসরায়েল সংঘাতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটিগুলো সক্রিয় করেছে যুক্তরাষ্ট্র। শিগগিরই মার্কিন রণতরীগুলো ইরানের আশপাশে মোতায়েন করা হতে পারে। এমন তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমসসিএনএন

সিএনএনের সিনিয়র প্রতিবেদক জ্যাকারি কোহেন জানান, যুক্তরাষ্ট্রের ১,১০০ ফুট দৈর্ঘ্যের পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড আগামী সপ্তাহে ইউরোপে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে। এটি হবে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী, যা এই অঞ্চলে মোতায়েন করা হচ্ছে।

১৩ বিলিয়ন ডলারের এই রণতরীটি মূলত গত বছরই ভূমধ্যসাগরে মোতায়েনের পরিকল্পনায় ছিল। তবে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে এর অবস্থান মধ্যপ্রাচ্যের কাছাকাছি নিয়ে যাওয়াকে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এটি ইউএসএস কার্ল ভিনসনের সঙ্গে যোগ দেবে, যা ইতোমধ্যে পারস্য উপসাগরে মোতায়েন রয়েছে। এছাড়া ইউএসএস নিমিৎজ রণতরীটি দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে বাহরাইনে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটি থেকেও কয়েকটি যুদ্ধজাহাজ ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে, যা এই অঞ্চলে উত্তেজনার স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট