1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

আইআরজিসির গোয়েন্দা প্রধান হিসেবে মাজিদ খাদামির নিয়োগ, ইসরায়েলি হামলায় নিহতদের স্থলাভিষিক্ত করল তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগের নতুন প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই নিয়োগ চূড়ান্ত করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত আইআরজিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর। খবর দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা’র।

ব্রিগেডিয়ার জেনারেল খাদামি এই পদে স্থলাভিষিক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমির, যিনি ১৫ জুন ইসরায়েলের বিমান হামলায় নিহত হন। ওই হামলা শুরু হয়েছিল ১৩ জুন, যা ইরান-ইসরায়েল চলমান সংঘাতে এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে।

১৩ জুনের হামলায় আইআরজিসির তৎকালীন প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিও নিহত হন। তার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌরকে নতুন শীর্ষ কমান্ডার হিসেবে নিয়োগ দেন।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্ব কাঠামো ভেঙে দিতে একের পর এক শীর্ষ পদস্থ কর্মকর্তাকে টার্গেট করছে। ১৩ থেকে ১৫ জুনের মধ্যে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রাণ হারান। তবে পরিস্থিতির জবাবে তেহরান দ্রুত পদক্ষেপ নিয়ে নিহত কমান্ডারদের জায়গায় স্বল্প সময়ের মধ্যে নতুন নিয়োগ দিয়ে আইআরজিসির নেতৃত্ব কাঠামো পুনর্গঠনে সক্রিয় হয়েছে।

সূত্র: ইরনা, এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট