ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিশ্বের সম্মানিত ও মর্যাদাবান মানুষদের আনন্দিত করেছে। শুক্রবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত একটি ভিডিওর ক্যাপশনে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার।
ভিডিওটিতে গাজায় ইসরায়েলের বিমান হামলা ও বেসামরিক হতাহতের দৃশ্য তুলে ধরা হয়। এরপরই দেখানো হয়, ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানার পর সাধারণ মানুষ উদযাপন করছে এবং সেই হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের দৃশ্য। ক্যাপশনে লেখা হয়, “এমন ক্ষেপণাস্ত্র, যা বিশ্বের সম্মানিত ও মর্যাদাবান মানুষদের আনন্দ দিয়েছে।”
বিশ্লেষকদের মতে, এই ভিডিও ও মন্তব্যের মাধ্যমে খামেনি ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বে সমর্থকদের আবেগ ও মনোভাব উসকে দিতে চেয়েছেন।
উল্লেখ্য, ইরান-ইসরায়েল সংঘাত বর্তমানে চরমে পৌঁছেছে, এবং মধ্যপ্রাচ্যজুড়ে এর প্রভাব পড়তে শুরু করেছে। ঠিক এই সময়ে খামেনির এমন বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।