1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

দিরাইয়ে হাওরাঞ্চলের নারীদের জন্য সেলাই মেশিন বিতরণ করেছে জামায়াতে ইসলামী

লিয়াকত, রিপোর্টার, সিলেট
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫

সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরাঞ্চলের নারীদের স্বনির্ভরতা ও কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২০ জুন) উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় এক ডজন নারীর মাঝে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

আয়োজকদের দাবি, দিরাই উপজেলার অনেক নারী আর্থিক সহায়তা চাইলেও উপার্জনের সুযোগ না থাকার কারণে বেকারত্বের সম্মুখীন। ঘরে বসে আয় করার সুযোগ করে দিতে এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে দিরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কুদ্দুস, নায়েবে আমির কামাল হোসেন, এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের সিলেট মহানগর বিমানবন্দর থানা শাখার সহকারী সেক্রেটারি রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দও অংশ নেন।

রেজাউল ইসলাম বলেন, “দিরাইয়ের মতো পিছিয়ে থাকা এলাকায় নারীরা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। জামায়াত চায় তারা যেন ঘরে বসেই কিছু করতে পারে। এজন্যই আমাদের এই উদ্যোগ।”

সেলাই মেশিন পাওয়া নারীদের মধ্যে ছিলেন—খালেদা বেগম, মর্জিনা বেগম, অনিতা রানী দাস, সুমা রানী দাস, ঝুমকা রায়, বিশকা রাসী দাস, পাপিয়া আক্তার, দিপা রায়, লিজা বেগম ও উমামা বেগম।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি বড় পরিসরে চালু রাখার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট