1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

ঘুমধুম সীমান্তে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গাকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবি।

বিজিবি সূত্র জানায়, শনিবার (২১ জুন) ভোরে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের জামালের ঘের এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। আনুমানিক সকাল ৬টা ১০ মিনিটে এক ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে সামনে এলে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. শহিদ (১৯), পিতা হোসেন আহম্মেদ। তিনি কুতুপালং এফডিএমএন ক্যাম্প-০৮ (ইস্ট), ব্লক-বি/৭৪-এর বাসিন্দা। তার ফেলে দেওয়া ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট