ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “আমাদের জনগণের ওপর যখন বোমা হামলা করা হচ্ছে, তখন আমরা আলোচনায় যেতে পারি না।” তিনি আরও সতর্ক করে দেন, ইরান-ইসরায়েল চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে, তবে তা হবে ‘খুবই বিপজ্জনক’।
যদিও আরাঘচি দাবি করেন, যুক্তরাষ্ট্র এই আগ্রাসনে শুরু থেকেই জড়িত, তবে তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
তবে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ নয় বলেও জানান তিনি। ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি বলেন, “আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে একটি সমাধানের পথ খুঁজতে প্রস্তুত। কূটনীতি অতীতেও ফল দিয়েছে, ভবিষ্যতেও দিতে পারে। তবে আগ্রাসন বন্ধ না হলে কূটনীতিতে ফেরা সম্ভব নয়।”