1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

ঢাকায় ফের ভয়াবহ রূপ নিচ্ছে চিকুনগুনিয়া, বাড়ছে উদ্বেগ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫

রাজধানী ঢাকায় চিকুনগুনিয়া জ্বর নতুন করে ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। আইসিডিডিআর,বি জানিয়েছে, চলতি জুন মাসের প্রথম তিন সপ্তাহে জ্বরে আক্রান্ত ১৭১ জনের মধ্যে ১৪০ জনের শরীরে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে, শনাক্তের হার প্রায় ৮২ শতাংশ।

২০১৭ সালের পর আবারও উচ্চ সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি হাসপাতালে এই রোগের পরীক্ষার কিট সরবরাহ বন্ধ থাকায় রোগীকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে, ফলে বাড়ছে দেরি ও ভুল চিকিৎসার ঝুঁকি।

গবেষণায় দেখা গেছে, ৩৫ শতাংশ উপসর্গধারী রোগী আক্রান্ত, যাদের ৮৩ শতাংশের বয়স ৩০ বছরের বেশি এবং ৯৬ শতাংশই গিঁটে ব্যথায় ভোগেন। এমনকি এক মাস পরও ৮১ শতাংশের উপসর্গ থেকে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, চিকুনগুনিয়ার নির্দিষ্ট প্রতিষেধক নেই, চিকিৎসা নির্ভর করে উপসর্গ নিয়ন্ত্রণে। তবে সরকারি পরীক্ষার সুযোগ সীমিত হওয়ায় রোগ নির্ণয় ব্যাহত হচ্ছে।

এদিকে, ঈদে ঘরমুখো মানুষের চলাচলের কারণে এটি সারাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অপরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা ও দুর্বল মশক দমন ব্যবস্থাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

ডা. আবেদ হোসেন খান জানান, চিকুনগুনিয়া এখন আর হালকা জ্বর নয়, এটি দীর্ঘমেয়াদি ব্যথা ও দুর্বলতা এনে জীবনযাত্রা ব্যাহত করছে।

স্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর ও বৈজ্ঞানিক কৌশল গ্রহণ না করলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া উভয় রোগই ভয়াবহ আকার ধারণ করতে পারে। এজন্য জাতীয় পর্যায়ে মনোযোগ ও বাজেট বরাদ্দের আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট