আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় মানবকল্যাণ ট্রাস্টের হল রুমে উপজেলা ওলামা ও পেশাজীবী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, সাবেক জেলা আমির, দিনাজপুর ছয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্য, উপজেলা আমির সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি মাওলানা মোঃ আবুল কাশেম, উপজেলা পেশাজীবী সেক্রেটারি মোঃ আব্দুর রহিম, যুব বিভাগের সেক্রেটারি মোঃ সেলিম রেজা প্রমুখ
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট বক্তা হাফেজ মাওলানা মোঃ রহমতুল্লাহ আযাদী, নবাবগঞ্জ আইম্মা পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোঃ শাহাদাত হোসেন প্রমুখ উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি ডক্টর আ ফ ম আকমাল হোসেনের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।