1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থানের শহীদদের মর্যাদা ও “জুলাই সনদ” ঘোষণার দাবি জামায়াত প্রার্থীর

মুন্নু মিয়া, রাজশাহী রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের যথাযথ মর্যাদা দিতে হবে। পাশাপাশি, সরকারকে শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

০১ জুলাই ২৫ মঙ্গলবার বিকেলে পুঠিয়া ইসলামিয়া কলেজের হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে জুলাই মাসের মধ্যেই “জুলাই সনদ” ঘোষণা করতে হবে। শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ সামনে রেখেই আগামী দিনের পথ চলতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট