বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের কথা সবার আগে বিএনপিই বলেছে, অথচ এখন বলা হচ্ছে বিএনপি সংস্কার চায় না—এটি সুচতুরভাবে ছড়ানো একটি প্রপাগান্ডা।
মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শহীদ পরিবারকে সম্মান জানাতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ এখন এসেছে। গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রশ্নে কোনো আপোষ নয়। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করবে না বিএনপি। তিনি আরও বলেন, নির্বাচন ও জনগণের রায়ের মধ্য দিয়েই বিএনপি ক্ষমতার পরিবর্তন চায়। শহীদদের মায়ের অশ্রু কখনো বৃথা যেতে পারে না।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, আগামী দিনের অগ্রযাত্রায় মতপার্থক্য থাকলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।