1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ শিগগির গেজেট প্রকাশের অপেক্ষায়

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ-২০২৫ শিগগিরই গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন শেষে দ্রুততম সময়ে এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

সংশোধিত অধ্যাদেশে পুলিশকে যেকোনো অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করার আগে ‘প্রাথমিক অনুসন্ধান’ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এতে অস্পষ্ট, গুজবভিত্তিক, মিথ্যা বা হয়রানিমূলক অভিযোগ সরাসরি মামলা হিসেবে রেকর্ড করা যাবে না। পাশাপাশি, কোনো মামলার তদন্ত চলাকালে অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ না পাওয়া গেলে ‘অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে’ বিষয়টি উল্লেখ করে তাকে দ্রুত মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, বিচারিক দীর্ঘসূত্রিতা এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলার জট কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংশোধনী একদিকে যেমন মিথ্যা মামলা প্রতিরোধে সহায়ক হবে, তেমনি সঠিক প্রয়োগ নিশ্চিত না হলে অপব্যবহারের ঝুঁকিও থেকে যাবে।

অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হলেও আইনটির যথাযথ বাস্তবায়ন ও অপপ্রয়োগ রোধে গঠনমূলক পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট