ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম বৃহস্পতিবার (৩ জুলাই) এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন তামজিদ আহমেদ ওরফে শুটার রুবেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল এবং রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল।
একই মামলায় খালাস পেয়েছেন বিএনপির ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম ওরফে কাইয়ুম কমিশনার, তার ভাই আবদুল মতিন, শাখাওয়াত হোসেন ওরফে শরিফ এবং মো. সোহেল ওরফে ভাঙ্গরী সোহেল।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার ফখরুল ইসলাম। মামলায় ৭০ জন সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় গুলিতে নিহত হন নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও কো-অপারেশন পরিচালিত প্রুফ কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক তাবেলা সিজার। ওইদিনই আইসিসিওর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হেলেন ভেন ডার বিক গুলশান থানায় হত্যা মামলা করেন।
২০১৬ সালের ২৮ জুন মামলাটিতে কাইয়ুম কমিশনারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী। চার্জশিটে বলা হয়, হামলাকারীদের উদ্দেশ্য ছিল একজন শ্বেতাঙ্গকে হত্যা করে দেশ-বিদেশে আতঙ্ক ছড়ানো এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।