প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার হওয়া বাংলাদেশি শ্রমিকদের মধ্যে তিনজন ইতিমধ্যে দেশে ফিরেছেন এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানান, এ ধরনের অভিযোগে যেসব শ্রমিক ফেরত আসবেন, তাঁদের সবাইকেই জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। তদন্তে কারও বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের প্রমাণ মিললে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
আসিফ নজরুল আরও বলেন, মালয়েশিয়ার দেওয়া তথ্য বা দেশের নিজস্ব তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। কেউ যদি জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ ইসমাইল শুক্রবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে জানান, আইএস মতাদর্শ প্রচার ও অর্থ সংগ্রহের অভিযোগে ৩৬ জন বাংলাদেশি শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস)-এর পক্ষে প্রচারণা চালাতেন এবং সিরিয়া ও বাংলাদেশে অর্থ পাঠাতেন।
বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরে উপদেষ্টা বলেন, মালয়েশিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র। সেখানে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এই ধরনের ঘটনা উভয় দেশের জন্যই উদ্বেগজনক। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, তাই মালয়েশিয়া সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দেশে ফেরত আসা প্রত্যেক শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সন্ত্রাসী কার্যক্রমে সংশ্লিষ্টতার প্রমাণ মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।