সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আর নেই। শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তার ভগ্নিপতি আশফাক কাদেরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে নিজ বাসায় তিনি মারা যান। পরে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর জানাজা ও দাফনের কার্যক্রম সম্পন্ন হবে।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ফখরুদ্দীন আহমদের অধীনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন এটিএম শামসুল হুদা। ২০১২ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সময়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছবিসহ ভোটার তালিকা তৈরি হয় এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।