1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

যশোর এমএম কলেজের ইতিহাস বিভাগে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লোগো উন্মোচন

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫

‘যশোরের মাটি ইতিহাসের ঘ্রাণ, অ্যালামনাই গড়ুক সৌহার্দ্যের জয়গান’—এ স্লোগানকে ধারণ করে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগে অনুষ্ঠিত হয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লোগো উন্মোচন অনুষ্ঠান।

শনিবার এই আয়োজনের মাধ্যমে ঘোষণা করা হয়, আগামী ১ নভেম্বর ইতিহাস বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে প্রথম ইতিহাস পুনর্মিলনী ২০২৫ জাঁকজমকভাবে উদযাপনের প্রস্তুতি চলছে। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এ বিভাগ বর্তমানে ৬৩তম ব্যাচের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও লোগো উন্মোচন করেন ইতিহাস বিভাগের প্রধান এবং প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক শামীমা আখতার। স্বাগত বক্তব্য রাখেন ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষক ডা. ওয়াহেদুল ইসলাম।

প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান এবং ঝিকরগাছার সরকারি শহীদ মশিয়ূর রহমান কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ফারহানা হক।

বর্তমান শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নুরুন্নবী হৃদয়, হামিদা হিমু ও শিমন বিশ্বাস।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবীর ও প্রভাষক হাশেম আলী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী লিমা খাতুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট