1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

পুতুলের বাধ্যতামূলক ছুটি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

হেলথ পলিসি ওয়াচ-এর বরাতে জানা গেছে, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে, গত ১৫ জানুয়ারি দুর্নীতির মাধ্যমে ডব্লিউএইচও-র আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এরপর ১৯ জানুয়ারি তাকে সরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় কমিশন।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে এই পদে বসাতে অনৈতিকভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, পূর্বাচলে প্লট বরাদ্দের ক্ষেত্রেও ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট