রোববার (১৩ জুলাই) ক্রীড়ামোদীদের জন্য এক ব্যস্ত দিন। একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেট, ফুটবল ও টেনিস ম্যাচ।
টি-টোয়েন্টি সিরিজ:
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ সন্ধ্যা ৭:৩০টায়, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
লর্ডস টেস্ট:
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজের চতুর্থ দিন শুরু হবে বিকেল ৪টায়, সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস ১ ও ৫ চ্যানেলে।
গ্লোবাল সুপার লিগ:
হোবার্ট ও রংপুরের মধ্যকার ম্যাচ রাত ৮টায়, সম্প্রচার করবে টি স্পোর্টস ডিজিটাল।
কিংস্টন টেস্ট:
ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে রাত ১২:৩০টায়, দেখা যাবে টি স্পোর্টস-এ।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ:
শ্রীলঙ্কা বনাম ভুটান: বিকেল ৩টা, টি স্পোর্টস টিভি
বাংলাদেশ বনাম নেপাল: সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস ডিজিটাল
ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনাল:
ইউরোপের চেলসি ও ফ্রান্সের পিএসজি মুখোমুখি হবে বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে। ম্যাচ শুরু রাত ১টায়, সরাসরি দেখা যাবে ডিএজেডএন ওয়েবসাইটে।
উইম্বলডন (পুরুষ একক ফাইনাল):
আলকারাজ ও সিনারের মধ্যকার শিরোপা লড়াই শুরু হবে রাত ৯টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২।