1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজারের বেশি পদ শূন্যই থাকবে

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এক লাখ ৮২২টি সহকারী শিক্ষক পদের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র ৫৮ হাজার ৭০০টি। ফলে সব আবেদন বৈধ হলেও প্রায় ৪১ হাজার ৩০০টি পদ শূন্য থেকে যাবে।

এনটিআরসিএ সূত্রে জানা যায়, গত ১৬ জুন বিজ্ঞপ্তি প্রকাশের পর ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। সবচেয়ে বেশি পদ ছিল মাদ্রাসায় (৫৩,৫০১টি), এরপর স্কুল ও কলেজ পর্যায়ে (৪৬,২১১টি) এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় (১,১১০টি)।

প্রার্থীদের অভিযোগ, বয়সসীমা ও নিবন্ধন সনদের মেয়াদ সংক্রান্ত কঠোর শর্তের কারণে অনেকেই আবেদন করতে পারেননি। এ কারণে শিক্ষক সংকট শিগগিরই কাটছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনটিআরসিএ সচিব জানিয়েছেন, দ্রুত নিয়োগ সুপারিশ করা হবে, তবে নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ হয়নি।

এদিকে, ‘এনটিআরসিএ নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম’ শর্তহীন নিয়োগসহ বিশেষ বিজ্ঞপ্তির দাবি জানিয়েছে। তাদের মতে, ১ম থেকে ১৭তম নিবন্ধনধারীদের জন্য আলাদা নিয়োগ এখন জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট