পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) প্রকাশ্যে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১।
গত বুধবার দুপুরে পূর্বপরিচয়ের সূত্র ধরে পুরান ঢাকার কয়েকজন যুবক সোহাগকে ডেকে নেয়। সন্ধ্যায় হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে ভয়াবহ এ হত্যাকাণ্ড ঘটে। তাকে পিটিয়ে, ইট-পাথর দিয়ে মাথা ও শরীরে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্রও করা হয় এবং হামলাকারীরা তার শরীরের ওপর লাফিয়ে ওঠে।
নিহত সোহাগ পুরোনো তামার তার, অ্যালুমিনিয়াম শিট ও ভাঙারির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, পূর্ব বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।