1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী অবরোধ ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সারাদেশে গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, গোপালগঞ্জে জুলাই নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, “সারাদেশের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল এবং সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে।”

অন্যদিকে, গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ১১৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

এনসিপির শীর্ষ নেতারা—নাহিদ, হাসনাত, সারজিসসহ কয়েকজন বর্তমানে জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট