গোপালগঞ্জে কারফিউ জারির কারণে বৃহস্পতিবার (১৭ জুলাই) ওই জেলার শিক্ষার্থীদের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য জেলার শিক্ষার্থীদের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বুধবার (১৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সময়সূচি অনুযায়ী আগামীকাল সকালেই ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। বিকেলে অন্যান্য কিছু বিষয়ের পরীক্ষা থাকলেও গোপালগঞ্জে ওই সময় কোনো পরীক্ষা ছিল না।
গোপালগঞ্জে স্থগিত হওয়া ভূগোল দ্বিতীয়পত্র পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।