গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে “মুজিববাদী সন্ত্রাসীরা” জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন,
“হত্যার উদ্দেশ্যেই জঙ্গি কায়দায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এই হামলার পেছনে দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে। আওয়ামী লীগই এর মূল পরিকল্পনাকারী। গোপালগঞ্জ এখন ফ্যাসিস্টদের একটি আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন,
“এই ঘটনায় সরকারকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে গোপালগঞ্জে শুধু আওয়ামী লীগই সমাবেশ করতে পারবে — এই মিথ এবার ভেঙে দেয়া হয়েছে।”
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম ঘোষণা দেন,
“গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আগামীকাল (বৃহস্পতিবার) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।”